• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

বাবরকে কিছু পরামর্শ  দিলেন মিসবাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০৫:১৯ পিএম
বাবরকে কিছু পরামর্শ  দিলেন মিসবাহ
মিসবাহ-উল-হক ও বাবর আজম। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্বে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। নতুন করে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর শুক্রবার প্রথমবার মাঠেও নামেন। নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্য টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বাবরের আগের মেয়াদের নেতৃত্ব নিয়ে পাকিস্তানের সাবেকেরা অনেকেই সমালোচনা করেন।

নেতৃত্বে উন্নতি আনতে বাবরকে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক কিছু পরামর্শ দিয়েছেন।

পরিসংখ্যান বিবেচনায় বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব একটা নেই। যে ৭২টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন, তার ৪২টিতে জিতেছে পাকিস্তান। ওয়ানডেতে ৪৩ ম্যাচের ২৬টিতে। তবে কোনো ট্রফি জিততে না পারায় বাবরের অধিনায়কত্ব নিয়ে যত সমালোচনা।

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবরের অধিনায়কত্ব নিয়ে মিসবাহ বলেছেন, ‘অভিজ্ঞতা সব সময় অধিনায়কত্বের উন্নতি ঘটায়। আর সব সময়ই উন্নতির জায়গা থাকে। বাবরকে কৌশলগতভাবে আরও শক্তিশালী হতে হবে। অতীতে তার যে ভুলগুলো চোখে পড়েছে, সেখানে কৌশলগতভাবে তাকে উন্নতি করতে হবে।’

নিউজিল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে বাবর জানিয়েছিলেন, পাকিস্তান দলে কেউ ব্যক্তিগত সাফল্য নিয়ে ভাবেন না। বাবরের এই মনোভাবের প্রশংসাও করেছেন মিসবাহ, ‘বিশ্বকাপের আগে পুরো দলকে একীভূত করে, খেলোয়াড়দের সমর্থন দিয়ে বাবর ভালো করেছে। বাবরের সঠিক কারণে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো দরকার, ভুল কারণে নয়। এটা বাবরকে শিখতে হবে। দ্বিতীয়ত, কৌশলের দিক থেকে অধিনায়ক হিসেবে তাকে উন্নতি করতে হবে।’

মিসবাহ এরপর যোগ করেন, ‘সর্বশেষ সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আমি সব সময় বলি, উদাহরণ তৈরি করো। পারফরম্যান্স, ফিটনেস—সবকিছু দিয়ে নিজে উদাহরণ তৈরি করে অন্যকে করার জন্য বলতে হবে। যখন আপনি এটা করবেন, তখন উন্নতি হবে।’

Link copied!